শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মহি মিজানঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা,শিবগঞ্জ উপজেলার বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত হত দরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের আর্থিক অনুদান সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করে বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্যবৃন্দ।সমাজের হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ী গিয়ে ঈদ উপহার পৌছিয়ে দিয়ে আসছে বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার নিষ্ঠাবান সদস্যগণ।
উক্ত কার্যক্রমে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০ (দুইশত) পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে ।
ঈদ উপহার পাওয়ার পর সকলের হাস্যজ্বল মুখ ফুটে উঠে। বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার কার্যকরী পরিষদের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে তাদের সীমাবদ্ধতা সম্পর্কে। তারা সকলেই শিক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিচরণ। তাদের একটাই অনুরোধ মানুষ মানুষের পাশে থাক। সকলে আমাদের কাছে আর্থিক সহায়তার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। তারা সকলে দোয়াও আর্শিবাদ প্রার্থী।