নিজস্ব প্রতিবেদকঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পাহাড় পাড়ায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেছেন পাহাড় পাড়া রাইজিং স্টার সমিতির সভাপতি নেতারা।
রবিবার (২৪মে) সকাল ১০টার দিকে তুমব্রু পাহাড় পাড়ায় লকডাউনে গৃীহ বন্ধী ও হতদরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের নতুন বস্ত্র হাতে তুলে দেনে সমিতির সভাপতি মোহাম্মদ জে এ মোক্তাদিরসহ অন্যান্যরা।
পাহাড় পাড়া রাইজিং স্টার সমিতির সভাপতি এ প্রতিবেদককে বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম.পি. মহোদয়ের পক্ষে, আমরা আজ পাহাড়পাড়া রাইজিং স্টার সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকের সহযোগিতায় লক ডাউন এর কারণে ঈদের কাপড় কিনতে না পারায় তুমব্রু, পাহাড়পাড়ায় হত দরিদ্র এতিমদের কাপড় বিতরণ করেছি।