রিপন মিয়া,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থ্যার উদ্যোগে স্থানীয় দেড় শতাধিক দরিদ্র পরিবারকে গরুর মাংস বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার উত্তর ব্রাহ্মণখালী, পূর্বাচল ৪ নং সেক্টর এলাকায় এসব মাংস বিতরন করেন সংগঠনের সদস্যরা। এর আগে স্থানীয় হতদরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিয়ে করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা গরীবদের পাশে ছিলেন সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী জসিম উদ্দিন জয় মুঠোফোনে জানান, আর্ত মানবতার সেবায় প্রবাসে থেকেও স্থানীয় হতদরিদ্রদের খোঁজ খবর রাখছি।ব্যক্তি উদ্যোগে এতোদিন সাহায্য সহযোগী নিয়ে পাশে ছিলাম। তবে বিপুল সংখ্যক মানুষকে একার পক্ষে দান করা সম্ভব নয়। তাই ওই এলাকার প্রবাসে রয়েছেন তাদের সমন্বয় করে পূর্বাচল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থ্যা নামে সংগঠন করেছি। এ সংগঠনকে সক্রিয় রাখতে ভুমিকা রাখার অঙ্গিকার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন, সমাজসেবক অলিউল্লাহসহ মানবিক সেবায় নিবেদিত কর্মীরা। তাই এখন সবার প্রচেষ্টায় আরো দরিদ্রদের পাশে দাড়াতে পারবো। এছাড়াও সংগঠনে অর্থ শ্রম এ মেধা দিয়ে মানবিক সেবা করছেন সদস্য লাভলু, মোস্তফা, ইসমাইল হোসেন নাইম, মুসলিম খান, সহিদুল ইসলামসহ আরো অনেকে।