ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত ২ টি লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহষ্পতিবার(২৮ মে) দুপুরে লাশ ২টি উদ্ধার করে পুলিশ।
মরদেহ ২টি হলো বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের নজর আলীর ছেলে ঈদুল হক (৩২) এবং রানিবাড়ী চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী জোহরা বেগম (২৫)।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক আ: বারেক জানান,পারিবারিক কলহের জেরে রানীবাড়ী চাঁদপুর গ্রামের জালাল উ্িদনের স্ত্রী জোহরা বেগম গলায় ফাঁস দিয়ে আতœহত্যার খবর পেয়ে বৃহষ্পতিবার বেলা ৩টার দিকে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান,ময়না তদন্ত শেষে বোঝা যাবে জোহরার মৃত্যুর প্রকৃত কারন।
অন্যদিকে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জুম্মনের আম বাগানের একটি আমগাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঈদুল হক নামক এক যুবকের লাশ একই দিন বিকেলে উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলশ শাহ বিস্তারিত কিছু জানাতে না পারলেও ঈদুলের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।