ভরত রায় প্রত্যয়,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
নতুন আক্রান্ত ৪ জনই উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত দুজন ব্যক্তিই ঢাকা ফেরত ছিলেন।
উল্লেখ্য, প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার সন্ধ্যার পর থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।
এছাড়া এর আগে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের ৬ জনের মধ্যে বড় বাউল জিনাহারে ১ জন, তেতুলিয়ায় ১ জন, খোচনায় ২ জন, পলাশবাড়ীতে ১ জন ও মোস্তফাপুরে ১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ জন।