বরগুনা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস রুখতে পারে মাস্ক।করোনা ভাইরাস সংগ্রমণ এড়াতে মাস্ক ব্যবহার করা খুবই প্রয়োজন।
এর ধারাবাহিকতা বরগুনার তারতলীতে করোনা
ভাইরাস প্রতিরোধে মাস্ক ছাড়া লোকজন কে
সচেতন করলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)
জনাব সেলিম মিঞা।
আজ (৩০মে) সকালে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের মাঝে ও বিভিন্ন দোকান ব্যবসায়ী
যাদের মুখে মাস্ক নেই তাদের সর্তকমুলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব সেলিম
মিঞা বলেন,তালতলীতে এই প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।করোনা ভাইরাস এড়াতে মাস্ক পড়া বাধ্যতামুলক।আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে।পরবর্তীতে মাক্স ছাড়া যদি কাউকে পাওয়া যায় তাহলে জরিমানা করা হবে।প্রশাসন সব রকমের সহযোগীতা করবে।