ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ।
শনিবার(৩০মে) ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয় । সে সদর উপজেলার রামনগর গ্রামের শওকত উদ্দিনের ছেলে ।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. আয়ুব আলী জানান, গত ২৭ তারিখে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় জসিম উদ্দিন । করোনা উপসর্গ থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষনে রাখা এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল খুলনা মেডিকেল কলেজে । এরপর আজ ভোরে তার মৃত্যু হয় । তবে তার নমুনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি ।