নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটা থানায় আরও দুই বাড়ি লকডাউন করা হয়েছে। শুক্রবার ২৯ মে সকালে উপজেলা প্রশাসন দুই পরিবারকে লকডাউন করে। তারা হল উত্তর পারুলিয়ার সন্নাস খোলা এলাকায় সুলতান গাজীর ছেলে সফিউর রহমান সফি। যদিও এলাকাবাসি তাকে শফি ড্রাইভার নামে চেনে। সে দীর্ঘদিন ঢাকায় থেকে ড্রাইভারি করে জীবিকা নির্বাহ করতো। সাম্প্রতিক কালে তার করোনা উপসর্গ দেখা দেয়। সে শুক্রবার সকালে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে এসেছে। তার পরিবার তাকে ফেলে পালিয়ে গেছে। অন্য জন হল সুশিলগাতী এলাকার মৃত আহাদ আলির ছেলে আব্দুর রউফ। এ বিষয়ে দেবহাটার ইউএনও সাজিয়া আফরীন জানান, তাদের ২ জনের করোনার উপসর্গ আছে, তাছাড়া তারা ঢাকা থেকে ফিরেছে তাই তাদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, এসআই প্রবীর কুমার, এএসআই শরীয়তউল্লাহসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
২৯/৫/২০