বরিশাল প্রতিনিধি:
এসি ল্যান্ড তরিকুল ইসলাম উজ্জ্বল এর পরিদর্শন….
বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারে ২৯/০৫/২০২০ তারিখ দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিসকে দেওয়া হলে বাকেরগঞ্জ ফায়ার স্টেশন থেকে একদল ফায়ারম্যান এসে এ অগ্নিকাণ্ড নিভাতে সক্ষম হয়।এ অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৬ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান দোকানের স্বত্তাধীকারী বায়োজিদ বাপ্পি।অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি দেখতে এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলতে আসেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো তরিকুল ইসলাম উজ্জ্বল। এসময় সহকারী কমিশনার ভূমি মো তরিকুল ইসলাম উজ্জ্বল বলেন “জেলা প্রশাসক, বরিশাল এস এম অজিয়র রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় এর নির্দেশে আমি সরেজমিন পরিদর্শনে আসি। আমি দোকান মালিকের প্রতি সমবেদনা জানাচ্ছি তার কমপক্ষে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে”। তবে অগ্নিকাণ্ডের সুত্রপাত এবং কারণ এখন পর্যন্ত জানা যায়নি।