নুর মোহাম্মদ সিকদার,বান্দরবান প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রদল আয়োজিত জেলা ব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
রবিবার (৩১মে) বান্দরবান জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত ভূষণ তংচঙ্গার পরিচালনায় বৃক্ষ রোপন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিন ফরহাদ।
বৃক্ষ রোপন ও আলোচনা সভায় অংশ নেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, বান্দরবান জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রশিদ, জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, জেলা ছাত্রদল ও জেলা সেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি জাহাঙ্গির আলম, লামা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাবেক ছাত্রনেতা আমির হোসেন আমু, জেলা যুবদলের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা শিমূল দাশ, জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মূছা, বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছা সেবক দলের সিনিয়র সহ সভাপতি দৌলতুল কবির খান সিদ্দিকী। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি তে অংশ নেন পৌর ছাত্রদলের রায়হান, জয়নাল আবেদীন, আকবর হোসেন, হেলাল উদ্দিন স্বাধীন সহ বান্দরবান সদর, লামা উপজেলা, নাইক্ষংছড়ি উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, থানছি উপজেলাসহ বিভিন্ন এলাকার ছাত্রদল নেতৃবৃন্দ। উক্ত ভার্চুয়াল প্রোগ্রাম পরিচালনা কররেন আরাফাত রহমান কোকো সৃতি সংসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন জুয়েল ও বান্দরবান জেলা মিডিয়া দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক জিহাদসহ প্রমূখ।