মীর জুবায়ের আলমঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দুধপাতিল গ্রামের কৃষকদের ধান চাষের জমি গুলি তলিয়ে গেছে। সাম্প্রতিক কিছু অতিবৃষ্টির কারণে পাহাড়ি এবং ভারত থেকে নেমে আসা পানি ওই এলাকা দিয়ে প্রবেশ করে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানির নিচে তলিয়ে গেছে ধানগাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অসহায় কৃষক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। স্থানীয় কৃষকগণ জানান প্রতিবছরই বৃষ্টির পানি জমে থাকায় কৃষকগণ সেই জমিনের ধান ঘরে উঠতে পারেননি। যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকগণ। দেখা যায় সেই জমিনের পানি নিষ্কাশনের জন্য সরকারি ১২ ফুট প্রশস্ত একটি খাল রয়েছে ।সেই খালে অনেক জায়গায় ভরাট করে খালটি ছোট করে ফেলে। যার ফলে ওই খাল দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। স্থানীয় কৃষকগণ সে খালটি পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।