চাঁপাইনবাববগঞ্জ এশিয়া মহাদেশর সবচেয়ে বৃহত্তম আমবাজারের শুভ উদ্বোধন করার
হয়েছে।
কানসাট আম আড়ৎদার ব্যাবসায়ী ও কানসাট হাট, দৈনিক বাজার ও বাংলাদেশ ট্রাক ও কাভার ভ্যান সমিতির আয়োজনে,
উক্ত আম বাজার উদ্বোধন অনুষ্ঠানে জনাব মোঃ শিমুল আক্তার( উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ) এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ ১ আসনের এমপি জনাব ডঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, সৈয়দ নজরুল ইসলাম_ শিবগঞ্জ ইপজেলা পরিষদ চেয়ারম্যান।
জনাব,এ. আর. এম আজরী কারিবুল হক ( রাজিন)_ মেয়র পৌরভসা, শিবগঞ্জ।
জনাব,গোলাম কিবরিয়া, মোসাঃ শিউলী বেগম,আবু আহমেদ নাজমুল কবির( মুক্তা),মোঃ আতিকুল ইসলাম টুটুল খান,মোঃ বেনজির ইসলাম, মোঃ কাজী এমদাদুল হক( এমদাদ), মোঃবেনাউল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে বক্তারা নিরাপদ আম উৎপাদন ও বাজাত জাত করনে পরামর্শ দেন।
এছাড়া করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দুরুত্ব বজাই রেখে আম ক্রায় -বিক্রয় এর পরামর্শ দেন।