আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
মহামারী করোনাভাইরাস ঠেকাতে সম্মুখযোদ্ধা হিসেবে টানা তিন মাস হাটে মাঠে চষে বেড়ানোর পর এবার নিজেই করোনায় আক্রান্ত হলেন চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী নবী সাহেদ।
সোমবার (১ জুন) রাতে প্রকাশিত নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।নুরুন নবী সাহেদ গত কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। এজন্য তিনি নিজ বাসায় কোয়ারেন্টাইনে যান। এরই মধ্যে নমুনা জমা দিলে সোমবার রাতে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে।জানা যায়, করোনা সংকট শুরু হওয়ার প্রথম থেকেই চান্দগাঁও থানায় ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে ছিলেন সাহেদ।
মাইকিং থেকে শুরু করে রাস্তাঘাটে নিজেই ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি প্রয়োগ, সবজি বাজার, মানুষের কাছে নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া, মুষ্টিচাল বিতরণ, ভাসমান মানুষদের সেহেরী ও ইফতার বিতরণ, সহ শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের মধ্যবিত্তদের জরুরী সেবা চালু সহ নিম্নবিত্ত পরিবারের জন্য প্রতিদিন ১ হাজার মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেয়া সহ, কন্ট্রোলরুমে হেল্পলাইন পরিচালনা, ত্রাণ সহায়তা, ঈদ উপহার, কার্যক্রম পরিচালনা করেন এবং মহামারী করোনার শুরু থেকে এই পর্যন্ত তাকে জোড়ালো ভুমিকায় দেখা যায়।