ভরত রায় প্রত্যয়,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টিকর খাদ্য সামগ্রী পৌছে দিলেন আর্ত মানবতার সেবায় একঝাঁক তরুণদের একটি সেচ্চসেবী সংগঠন “পাশে দাঁড়াও”।
প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই নানা কর্মসূচি নিয়ে মাঠে সংগঠনটি। মহামারী করোনাকালিন সময়ে উপজেলাবাসীর যেন কোনো রকম দুর্ভোগের শিকার হতে না হয় সেজন্য সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন সংগঠনের প্রতিটি সদস্য। প্রায় প্রতিদিনই কোন না কোনো কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দ্বারে দৌড়াচ্ছেন তারা।
তারই ধারাবাহিকতায় সোমবার (১ জুন) উপজেলার করোনা আক্রান্ত মোট ১১ জন ব্যক্তিকে পুষ্টিকর খাদ্য সামগ্রী সহায়তা করেন তারা।
উপজেলার দঃ পলাশবাড়ী গ্রামের মিঞা পাড়ায় এক পারিবারে ৩ জন করোনায় আক্রান্ত হওয়ায় মোট ৬ টি বাড়ি লকডাউন থাকার কারনে রুগীদের পুষ্টিকর খাদ্য সামগ্রী ছাড়াও ৬ টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় বাজার খরচ পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ” পাশে দাঁড়াও” সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, আহবায়ক সাংবাদিক মাহাফুজুল ইসলাম আসাদ, ভরত রায় প্রত্যয়, গোলাম মোস্তফা নীরব, নুর আলম, বিক্রম সরকার প্রমূখ।