মীর জুবায়ের আলম,চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউপির সাধারণ জনতার উদ্যোগে সাজীব হত্যাকান্ডের প্রতিবাদে হত্যাকারীর ফাঁসির দাবিতে আসামপাড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৩ জুন) সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্টিত মানববন্ধনে অংশগ্রহন করেন ইউপির সাধারণ জনতা । মৃত সাজীবের পিতা উস্তার মিয়া,সাবেক ছাত্রলীগ নেতা শোহেব চৌধুরী,উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডার সংসদের আহব্বায়ক রুবেল আহম্মদ, ইউপির ছাত্রলীগ নেতা এমরান তালুকদার,শামীম আহম্মদ ও সংবাদকর্মীবৃন্দ। এ সময় উপস্থিত জনতার সামনে সাজীবের পিতা বলেন–”আমার একটাই দাবী আমার ছেলের হত্যাকারী প্রধান আসামি ফয়সাল ও তার বাকী সহযোগিদের গ্রেফতার করে দ্রুত বিচারকার্জ শেষ করে ফাঁসি দেয়া হোক। এতে এলাকাবাসী ও আমার পরিবারে সকলের আত্মা শান্তি পাবে।
উল্লেখ্য গত ১৯ এপ্রিল ২০২০ তারিখে বাল্লা রেললাইনে বন্ধু ফয়সালের ছুরিকাঘাতে সাজীব খুন হয়। এর পর থেকে আসামি ফয়সাল পলাতক ছিল। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে ওসি (তদন্ত) চম্পক দাম সহ একদল পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিগত ৩০ মে শনিবার উপজেলার টেকেরঘাট বর্ডার থেকে সাজীব হত্যার মূল আসামি ইউপির দিঘিরপাড় গ্রামের মৃত নূর মিয়ার পুত্র ফয়সাল’কে গ্রেপ্তার করা হয়।