আফরোজা সারকার, রংপুরঃ
করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এমপি ডিউক চৌধুরীর উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রংপুরের বদরগঞ্জে এক সপ্তাহের মধ্যে বদরগঞ্জ উপজেলার সকল মানুষের মাস্ক পরা নিশ্চিত করতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৩ জুন) বিকেলে উপজেলা হলরুমে মোদীর সভা অনুষ্ঠিত হয় ।
এসময় নব যোগদান কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান”র পরিচিতি সভা ঘোষণা দেয়া হয়। গত রবিবার বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মেহেদী হাসান। ওই পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরৗ ডিউক।
সভায় এমপি ডিউক চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি। করোনার সংক্রমণ দিনদিন বাড়ছে। এ থেকে আগে সাধারন জনগনকে রক্ষা করতে হবে, সেই সাথে নিজেকেও রক্ষা করতে হবে। সেবা নিতে আসা মানুষকে মাক্স পরা নিশ্চিত করতে ‘নো মাক্স নো সার্ভিস’ কর্মসূচি নিশ্চিত করতে নির্দেশ দেয় তিনি। বিশেষ করে সরকারি দপ্তরে আগত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব দেয়া দরকার।
মতবিনিময় ও পরিচিতি সভায় বক্তব্য রাখেন, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র উত্তম সাহা, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শরীফুল আলম, অধ্যক্ষ মু. মাজেদ আলী খান, শিক্ষক এমডি শামসুল হক প্রমুখ।
সভায় ইউএনও মেহেদী হাসান বলেন, ‘করোনা সংক্রমণ এড়াতে নো মাস্ক নো সার্ভিস কর্মসূচি সভল করবো। যারা মাস্ক পরবেন না তাদের কোন সেবা দেওয়া হবে না। বদরগঞ্জ পৌর সভাসহ উপজেলার ১০ ইউনিয়নের হাট-বাজারে অভিযান চালানো হবে। যাদের মুখে মাস্ক থাকবে না তাদের আইনের আওতায় নেয়া হবে।’