মুন্সীগঞ্জ প্রতিনিধি: প্রতিহিংসার রাজনীতির জনপদ মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন। স্থানীয় আ”লীগের দু”গ্রুপের কোন্দলে ববোর্রোচিত হামলার শিকার হয়েছে সজীব (২৫) নামের এক যুবক। মঙ্গলবার দুপুরে সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারি সমর্থকদের হামলায় গুরুত্বর আহত হয় মিশুক চালক সজীব। সজীব মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামের দেলোয়ার হোসেন বেপারীর ছেলে।
হামলার শিকার সজীব জানান, আমি মিশুক দিয়ে যাত্রী নামিয়ে আধারা গ্রাম থেকে আমঘাটা ফিরছিলাম। পথিমধ্যে রিপন পাটোয়ারির বাড়ীর সামনে আসলে আমঘাটা গ্রামের নিলয়, আসিকসহ ৪/৫ জন যুবক আমাকে গাড়ী থামিয়ে এলোপাথারি কাঠের ডাসা দিয়ে পিটিয়ে হাত ভেংগে দেয়। এবং চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। আমি কোন দল করিনা । আমি গরীব মানুষ । আমার অপরাধ আমার বাসা মহসিনা হক কল্পনার বাড়ীর পাশে। আমি এই বর্বরোচিত হামলার বিচার চাই।
স্থানীয় সুত্র জানায়, বেশ কিছু দিন ধরে আবারো উত্তপ্ত হতে শুরু করে মোল্লাকান্দি ইউনিয়ন। বিভিন্ন এলাকায় দু”গ্রুপে বিভিক্ত হয়ে আধিপত্য বিস্তার করার লক্ষে শক্তি প্রদর্শনের মহড়া দিচ্ছে একাধিক গ্রুপ। অনেকটা পায়ে পাড়া দিয়েই বিনা উস্কানিতে ঝগড়া করার জন্য পায়তারায় ব্যস্ত একাধিক দুষ্ট চক্র। গুরুত্বর আহত মিশুক চালক সজীবকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আহত সজীবের শাশুড়ী শিল্পী বেগম মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান,এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে। #