আফজাল হোসেন চাঁদ : যশোর-বেনাপোল মহাসড়কের পাশের ঝুকিপূর্ণ ও মৃত-অধ্যমৃত গাছ অপসরনের দাবিতে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের নাভারণ কলোনী গোডাউন মোড়ে সোমবার সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটি ও ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র আয়োজনে মানববন্ধনে ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবার সভাপতি ও নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মাষ্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য শাহানা আক্তার, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু, সদস্য আহসানউল্লাহ ময়না, উপস্থিত ছিলেন সেবা সংগঠন এর উপদেষ্টা সাংবাদিক এমআর মাসুদ, দপ্তর সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, আবু রায়হান রাজ, সুমন,প্রবীর, হাফিজা খাতুন, আনছার আলী, খোরশেদ আলম, সাংবাদিক ইসমাইল হোসেন, জুয়েল মৃধা, আব্দুল আজিজ, তারেক মাহমুদ, তরিকুল ইসলাম, রেজওয়ান বাপ্পী, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য ফয়েজ উদ্দিন, আবু হাসান সহ ঘূর্নিঝড় আম্ফানে গাছ উল্টে ক্ষতিগ্রস্থ পরিবারসহ বিপুল সংখ্যাক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনের সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের ঝুকিপূর্ণ ও মৃত-অধ্যমৃত গাছ অপসরন এবং সম্প্রতি আম্পান ঝড়ে উপড়ে পড়া গাছগুলো দ্রুত অপসারণের দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি ২০ মে সারাদেশে একযোগে ঘটে যাওয়া ঘুর্ণিঝড় আম্ফানে যশোর-বেনাপোল মহাসড়কে ১৩টি গাছ উল্টে পড়েছে এবং ৩টি গাছ পড়ে গাছের পাশে থাকা স্থানীয়দের ঘরবাড়ির সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।