জয়নাল আবেদীন:
যশোরের শার্শায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে মোটরসাইকেল ও যাত্রীবাহীর তিন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে বিভিন্ন মোটরযানসহ দোকানপাট মনিটরিং কালে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) খোরশেদ আলম চৌধুরী।
খোরশেদ আলম চৌধুরী জানান,করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে মনিটরিং করা হয় ।
এসময় মোটরসাইকেল ও যাত্রীবাহী গাড়ি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাত্রী বহন করার অপরাধে কানাইখালির মাহাবুর রহমানকে ২০০ টাকা, নাভারণ রেল বাজারের সোলাইমানকে ৫০০ টাকা ও গদখালীর অহিদুজ্জামানকে ৫০০ টাকাসহ মোট ১২০০/- (বার শত টাকা) জরিমানা করা হয়।
করোনা ভাইরাস বিস্তার রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।