ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এবং স্কোয়াট কোমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯’শ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬৫ গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বটতলাহাট শংকরবাটী এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মো. আবু (৪০)।
প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুন বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর দিঘীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯’শ ৯০ পিচ ইয়াবা ও ৬৫ গ্রাম হেরোইন সহ আবুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী আবু দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।