ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫। আজ বুধবার বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শান্তির মোড় এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৫ এর একটি অভিযানিক দল।
এসময় তাদের কাছে থাকা ৩৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫০০ শত টাকা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শেরপুর বালিয়াডাঙ্গা এলাকার এনতাজুলের ছেলে শরিফুল। শিবগঞ্জ থানাধীন কয়লাডাঙ্গা এলাকার ইকরামুল হকের ছেলে রিমন ও একই থানাধীন লাল মোহাম্মদের ছেলে রোমান অলী ওরফে ষ্টু।
র্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।