আফরোজা সরকার,রংপুর
রংপুরের বদরগঞ্জ মহিলা কলেজের ভিতরে প্রবেশ করিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র চুরির ঘটনা ঘটে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়। একারনে গত (২৯শে মার্চ) রাতে কলেজের অফিস কক্ষে প্রবেশ করিয়া চুরির ঘটনাটি ঘটে।
অফিস কক্ষে থাকা সিসি ফুটেজ এর মাধ্যমে জানা যায়, ২৯ শে মার্চ রাত অনুমান ১২ঃ০৬ঘটিকা থেকে রাত ০২ঃ০৮ মিনিট”র মধ্যে বদরগঞ্জ মহিলা কলেজের ভিতরে প্রবেশ করিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র চুরি করিয়া নিয়া যায়। যাহা অফিস কক্ষে তাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করিয়া অজ্ঞাতনামা আসামীর উপস্থিতি লক্ষ্য করা হয়।
এতে আসামীর উপস্থিতি লক্ষ্য করা গেলেও তাহার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। উক্ত অজ্ঞাতনামা আসামি কে কেউ চিনতে পারলে কিংবা সন্ধান পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বদরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান এর নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন, বদরগঞ্জ থানার ( ওসি তদন্ত) আরিফ আলি । মোবাঃ০১৭৭৩২৮২৭৬৬
বদরগঞ্জ থানার মামলা নং০৩/৫৭ তাং ০৮/০৪/২০২০ধারা ৪৬১/৩৮০।