জয়নাল আবেদীন,নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বেনাপোল বাজারে মোটরযান সহ দোকানপাট মনিটরিং কালে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী।
খোরশেদ আলম চৌধুরী জানান,করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে বেনাপোল বাজার এর বিভিন্ন মোটরযানসহ দোকানপাট মনিটরিং করা হয়।
মনিটরিং কালে অনেক মোটর ও যাত্রীবাহী গাড়ি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাত্রী বহন করছে ও দোকানের কার্য পরিচালনা করার অপরাধে এসময় ভবের বেড় গ্রামের আবুবকর ছিদ্দিক কে ৫০০ শ টাকা, বেনাপোল এলাকার সিরাজ কে ৫০০ শ টাকা,কাগজপুকুর গ্রামের মনিরুল ইসলামকে ১০০শ টাকা, ফরহাদ হোসেনকে ৫০ হাজার টাকা, আদিল হোসেন কে ১৫,হাজার টাকা ও মাসুম বিল্লাহ কে ১০০০/-(এক হাজার) টাকাসহ সর্বমোট ৬৭,১০০ টাকা জরিমানা আদায় করা হয় ।
সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।