নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্রাট (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ।
এই ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার ১১ নং চরসাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আটরশি পাড়া নামক স্থানে দুলাল খাঁর ছেলে।
খোজ নিয়ে জানা যায় কিশোর সম্রাট গত ১/০৬/২০২০ ইং তারিখ সোমবার আনুমানিক সকাল সাড়ে ৯ টার সময় দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে কিছুক্ষণ কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি-শুটা নিয়ে মারামারি ঠেকাতে আসলে তাকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। মারপিটের এক পর্যায়ে সে গুরুতর আহত হয়ে গেলে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা চলাকালীন সম্রাটের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান,তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর আঘাতে সম্রাট নামের একজন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।