মোল্লা তানিয়া ইসলাম তমাঃ বাংলাদেশ পরিবহন শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজধানীর তুরাগের দলিপাড়া এলাকার বাসিন্দা মজিবর রহমান খান (৫০) করোনার উপসর্গ নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন । বুধবার রাতে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব হলে রাতেই তাকে ভর্তি করা হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে । ভর্তির পর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে নেওয়া হয় হাসপাতালের আইসিইউতে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ৪ জুন ) দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন ।
বেশ কয়েকদিন যাবৎ এই নেতা জ্বর এবং কাশি জনিত কারনে বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন এবং তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন । তার হার্টে রিং পরানো ছিলো বলে জানান পরিবারের সদস্যরা । তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা এখনও সঠিক ভাবে জানা যায়নি । হাসপাতাল সূত্রে জানা যায়, তার মৃত্যুর পর পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে । এই নেতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গের মাঝে ।