ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার মঠবাড়ীয়ার মেধাবী শিক্ষার্থী শফিকুল ইসলাম শুভ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে এম লতিফ ইনিস্টিটিউট থেকে ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
জানা গেছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রাইহানপুর ইউনিয়নের বেতমোড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন ও উত্তর বেতমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবেকা সুলতানার কনিষ্ঠ পুত্র ও চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আজম অপুর খালাতো ভাই শফিকুল ইসলাম শুভ।
তার বাবা মা ও আত্নীয়-স্বজনদের স্বপ্ন পূরণে দিন রাত পরিশ্রম করে পড়া লেখা করে চলেছে এবং বরাবর কাঙ্খিত ফলাফল পেয়ে আসতেছে। সে জেএসসিতে কেএম লতিফ ইনিস্টিটিউট থেকে জিপিএ-৫ লাভ করেছিল। তারপর সে মাধ্যমিক জীবনে পদার্পণ করে একই স্কুল পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী কেএম লতিফ ইনিস্টিটিউট থেকে এসএসসিতে জিপিএ-৫ লাভ করে বাবা মা সহ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।
মা মোসাঃ রেবেকা সুলতানা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে শফিকুল ইসলাম শুভ’র জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তার মনের আশা আল্লাহ যেন পূরণ করেন এবং সে যেন ভালো মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠতে পারে ।
শফিকুল ইসলাম শুভ জানান, সামনের সব পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করে ডাক্তার হতে পারে।
এবং ডাক্তার হয়ে মানুষের মতো মানুষ হয়ে গ্রামের পিছিয়ে পড়া, অসহায়, হতদরিদ্র মানুষ গুলোর সেবা করতে পারে।