মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারে রিপন সমর্থকদের হামলায় ৩ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে চরডুমুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহরতা হলেন, চৈতারচর গ্রামের শাহ আলম কাজী (৪০), চরডুমুরিয়া গ্রামের তানজিল (২৭),বাবু মোল্লা (৩০)। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই পুরো এলকাজুড়ে রিপন সমর্থকরা বেপরোয়াভাবে একের পর এক হামলার ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গত ৩ দিন আগে মিশুক চালক সজীবকে মারধর করার রেস কাটতে না কাটতে আজ আবার নতুন করে এই হামলার শিকার হয়েছে নীরিহ লোকগুলো।
হামলায় আহতরা জানান, চরডুমুরিয়া বাজারে তাদেরকে দেখে সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির অন্যতম সমর্থক কামাল মেম্বার তাদেরকে দৌড় দিতে বলে। হামলার শিকার তিনজন ব্যক্তি বলেন, আমরা কোন অপরাধী না, কোন দল করিনা কেন দৌড় দিবো? এসময় স্থানীয় সন্ত্রাসী রুবেল, পারভেজ, রবিন,আরিফ,আফছু,কামাল মেম্বার,মাসুম মাদবর,জনি খাঁ,জাহাগীর মোল্লা,অপুসহ ১০/১৫ জনের একটি বাহিনী তাদেরকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তারা।
মুসীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান জানান, ঘটনার বিষয়ে লিখিত কোন অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে। #
মুন্সীগঞ্জ
০৫_০৬_২০২০ইং