চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধানঃ সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজি টিটু সহ তাদের পরিবারের নতুন করে আরো ৭ জনের করোনাভাইরাস পজিটিভ। গতকাল ৪ জুন বৃহস্পতিবার ঐ ৭ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে বলে নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম। ইতিপূর্বে চেয়ারম্যানের বড় ভাই মনিরুজ্জামান আরমানের রিপোর্ট পজিটিভ আসার পর তিনি আইসোলেশনে আছেন। গত ৩ দিন পূর্বে চেয়ারম্যানের বাড়ির ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়া ৭ জন হলেন-শহীদা বেগম (চেয়ারম্যানের আম্মা), মোঃ আলিমুর রাজি টিটু চেয়ারম্যান, আসাদুজ্জামান মিঠু, মোঃ ফাহাদ, মোঃ জয়, মিমতা ও মোঃ আসফার।