শাহিন হাওলাদার,বরিশাল জেলা প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবসে ৫ জুন শুক্রবার স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়ে হয়েছে।
পরিবেশ রক্ষা করার জন্য সংগঠনটির পক্ষ থেকে মাদ্রাসার মাঠে, রাস্তার পাশে তাল গাছ, খেজুর, বিভিন্ন ফলের গাছ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মাইদুল ইসলাম মামুন,
ভাইস-চেয়ারম্যান মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মোঃ রাব্বি হাওলাদার, দপ্তর সম্পাদক রুম্মান হাওলাদার প্রমূখ। সংগঠনটি চেয়ারম্যান মাইদুল ইসলাম মামুন বলেন এ বছর সংগঠনটি পক্ষ থেকে তিন শতাধিক গাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।