সোহাগ
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) অটাম’১৯ সেমিষ্টার ফাইনাল পরীক্ষা আগামীকাল থেকে শুরু।
গত ২০ মার্চ অটাম’১৯ সেমিষ্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পৃথিবী ব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল অনুষদের শিক্ষক, কর্মকর্তারা অফিস করা শুরু করেছেন। সচল হতে শুরু করেছে প্রশাসনিক সকল কার্যক্রম।
এদিকে শিক্ষার্থীরা প্রথমদিকে অনলাইন পরীক্ষা দিতে রাজি না হলেও পরবর্তীকে বৃহৎ স্বার্থের দিকে বিবেচনা করে পরীক্ষা দিতে সম্মতি দিয়েছেন।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাযায়, তারা বলছেন আমরা জানি না এই মহামারির শেষ কোথায়, আর কবে নাগাদ শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়া হবে? আমরা এমনিতেই সেশন জটে আছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সমস্যার কারণে প্রায় ১ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, এখন আবার করোনার মতো মহামারী। নানান দিকে বিবেচনা করে আমরা একমত হয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। তবে আমাদের চাওয়া পাওয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, আমাদের পরীক্ষা গ্রহনের ক্ষেত্রে একটু নমনীয় মনভাব থাকা চাই, তাছাড়া আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হবো।