মহিদুল ইসলাম( শাহীন) , খুলনাঃ
খুলনা জেলার বটিয়াঘাটা প্রেসক্লাবে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এক সভা শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাব নিজেস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়। সাংবাদিক অধ্যাপা এনায়েত আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সন্মতিক্রমে এনায়েত আলী বিশ্বাসকে আহবায়ক এবং মহিদুল ইসলাম শাহীনকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ২১ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কসিটির সদসবৃন্দরা হলেন অধ্যাপক এনায়েত বিশ্বাস ( আমার একশ,দৈনিক সংবাদ), মহিদুল ইসলাম শাহীন ( দৈনিক দেশ সংযোগ, সংবাদ প্রতিদিন), নজরুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), এ্যাডঃ সোহেল রানা ( দৈনিক সমকাল, গ্রামের কাগজ), এস এম বজলুল রহমান (দৈনিক খুলনাঙ্চল), ইমরান হোসেন সুমন (দৈনিক রাজপথের দাবি),রতন সাহা ( দৈনিক ভোরের ডাক), তরিকুল ইসলাম ( দৈনিক কালান্তর, সংগ্রাম), আসাদুজ্জামান উজ্জ্বল ( আলোকিত বার্তা), সোহরাব হোসেন সুন্সি ( দৈনিক তথ্য), গৌরদাশ বিশ্বাস ( মাসিক তাপসী), শফিকুল ইসলাম (দৈনিক ডেস্টিনি), রেজাউল করিম ( দৈনিক সমাজের কথা), তারভির আহমেদ শাওন ( নিউজ টুডে)