আফরোজা বেগম, রংপুর
রংপুরের বদরগঞ্জে হক কাউন্টারে চলছে তেলেসমাতি কারবার। ৫”শ টাকা গাড়ি ভাড়া নির্ধারিত হলেও। সেকানে (০৬ জুন) সকাল ৯ টায় বদরগঞ্জ হক গাড়ির কাউন্টটারে অতিরিক্ত গাড়ি ভারা গ্রহন করা ইচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল করতে পরবে।
গত( ৩০ মে) জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে উল্লেখিত নির্দেশে ৩% গাড়ি ভাড়া বেশি নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বদরগঞ্জ উপজেলায় হক নাইট কোর্স হক গাড়িব কাউন্টারে ৮”শ টাকার পরিবর্তে ১ হাজার টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে।
করোনাভইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার নাইট কোর্স চলাচল করতে প্রত্যেকটি সিটে একজন করে যেতে পারবে।
কিন্তু কাউন্টারগুলোতে সুযোগে সদ্ব্যবহার করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
৫০০ টাকার গাড়ি ভাড়া, বর্তমানে তা ৮০০ টাকা ভাড়া হয়েছে। কিন্তু গাড়ি মালিক ও কাউন্টারে দায়িত্বে চেন মাস্টার মিলে অতিরক্ত ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
ঢাকা হক গাড়ি বর্তমান ১ হাজার টাকা করে ভাড়া গ্রহণ করছেন। এতে যাত্রীরা প্রতারণার শিকার হচ্ছে।
তাদের দাবি একটাই, সরকার স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলার নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে বেশি টাকা ভাড়া দিতে প্রস্তুত। কিন্তু অতিরিক্ত ২০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ প্রশাসনিক কর্মকর্তার বৃষ্টি আকর্ষণ করছি।