মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে যুবলীগের দলীয় কার্যালয় থেকে নাটকীয় ভাবে সাইনবোর্ড হারানোর দুইদিনের মাথায় পৌর যুবলীগের দলীয় কার্যালয় থেকেই পুলিশের তৎপরতায় তা উদ্ধার।
জানা যায়, গত বৃহঃপতিবার রাতে উপজেলার ওসমানপুর বাজারস্থ পৌর যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে দলীয় সাইনবোর্ড নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে কারো নাম উল্লেখ না করে দলীয় সাইনবোর্ড উদ্ধারে পুলিশের সহযোগীতা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন পৌর যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহম্মেদ নান্নু। জিডি করার ১৫ ঘন্টার মাথায় ঘোড়াঘাট থানা পুলিশ উক্ত দলীয় কার্যালয়ের ভিতর থেকেই হারিয়ে যাওয়া সাইন বোর্ডটি উদ্ধার করে। পৌর যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহম্মেদ নান্নু বলেন, গত বৃহঃপতিবার রাতে কে বা কাহারা বাজারে থাকা নাইটগার্ডের চক্ষু ফাঁকি দিয়ে আমাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নিয়ে যায়। এই ব্যাপারে আমি গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। আজকে কাকতালীয় ভাবে আমাদের কার্যালয় থেকেই পুলিশ তা উদ্ধার করেছে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, গত রাতে থানায় এসে একটি জিডি করে গিয়েছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহম্মেদ নান্নু। তার দেওয়া জিডির ভিত্তিতে আজ দুপুরে আমরা স্থানীয় লোকজন সহ গিয়ে পৌর যুবলীগের দলীয় কার্যালয়ের ভিতর থেকেই সাইনবোর্ডটি উদ্ধার করি।