জয়নাল আবেদীন ও এসএম স্বপন:যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে এ ফেনসিডিল জব্দ করে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদে জানতে পেরে,বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আকবর হোসেন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।