আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রবাদ আছে- অতি লোভে তাঁতী নষ্ট। সেই প্রবাদেরই প্রতিফলন ঘটল চট্টগ্রামের এক ব্যবসায়ীর ক্ষেত্রে। বাজারে অক্সিজেন সিলিন্ডার বিক্রি হত ৫ থেকে ৬ হাজার টাকায়। আর নগরীর সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্ক নামের প্রতিষ্ঠান সেই সিলিন্ডার বিক্রি করছেন ২৫ থেকে ২৬ হাজার টাকায়। অর্থাৎ প্রায় চার গুণ দামে তিনি সিলিন্ডার বিক্রি করছিলেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফেঁসে যান প্রতিষ্ঠানটির মালিক দীলিপ।আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উমর ফারুক অভিযান চালিয়ে দীলিপ নামের এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন। এসময় প্রতিষ্ঠানটির মালিক কোন ধরনের ক্রয়ের রশিদ ও ব্যবসায়িক কাগজপত্র দেখাতে পারেনি । নিজেদের মতো বিক্রয় করে আসছে সিলিন্ডার ও মিটার সহ অন্যান্য যন্তপাতি। করোনার সংকটে সিলিন্ডার প্রতি লাভ করেছে প্রায় ১৫ হাজার টাকা, অক্সিজেন মিটার প্রতি লাভ করেছে ৩ হাজার টাকা।এদিকে নগরীর আন্দরকিল্লা, সদরঘাট ও প্রর্বতক মোড়ে অভিযান পরিচালনার সময় ম্যাজিস্ট্রেট মো.উমর ফারুক জানান, বর্তমান করোনা সংকটে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের জীবন নিয়ে খেলা শুরু করেছে। তারা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অতি প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি ও দাম বৃদ্ধি করে ক্রেতাদের কাছ থেকে বিপুল মুনাফা হাতিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।অভিযান পরিচালনার সময় আন্দরকিল্লার তাজ সার্জিকেল ও নিপা সার্জিকেলে কোন অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। এ সময় আন্দরকিল্লার এবি সার্জিক্যাল ও প্রবর্তক মোড়ের কে কোবরা সার্জিক্যাল দোকান বন্ধ পাওয়া যায়।