মোঃ রিপন মিয়া, রূপগঞ্জঃ করোনা ভাইরাস পাদূর্ভাবের শুরুতেই নিজ ওয়ার্ডে সবার আগে ত্রাণ সহায়তার উদ্যোগ নেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার রিটন প্রধান। বাড়ি বাড়ি স্থানীয় দরিদ্র ভোটারদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাখেন তিনি। এরই মাঝে গত আড়াইমাসে এ ওয়ার্ডে ১৭ জন করোনা আক্রান্ত হয়ে যায়৷ এদের মধ্যে বাবুল মাস্টার ও নুরুল ইসলাম নামের দূজনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্তরা বেশিরভাগ স্থানে সামাজিক ও পারিবারিক ভীতির কারনে লাঞ্ছনার শিকার হলেও রূপগঞ্জ অঞ্চলে সেবা ও সহমর্মিতা পাচ্ছেন সর্বমহলের। তেমনি ৪ নং ওয়ার্ড মেম্বার রিটন প্রধান তার ওয়ার্ডের করোনা আক্রান্তদের খোঁজ খবর নিয়েছেন। দিয়েছেন ফল ও জরুরী ঔষুধ সেবা। ইতোমধ্যেই তার পরিবারের ৬ জনসহ তিনি নিজেই আক্রান্ত হয়ে পড়েন করোনায়। গত ৩ জুন নমুনা দিয়ে আসলে তার করোনা পজেটিভ সনাক্ত হয়। তবে তার পরিবারের অন্য আক্রান্তদের মাঝে দীর্ঘ ১৬ দিন অসুস্থ্য থাকার পর ৩ জনের পূনরায় টেস্ট করালে নেগেটিভ আসে। এ ওয়ার্ডে অপর সমাজকর্মী হামিদা সরকার করোনা আক্রান্ত হয়েছেন। তারা সকলের দোয়া চেয়েছেন। তবে এমন জটিল অবস্থায়ও মনোবল ভাঙ্গেননি রিটন প্রধান ৷ মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি করোনা পজেটিভ হয়েছি কিন্তু শারীরিকভাবে কিছুটা সুস্থ্য আছি। ওয়ার্ড মেম্বার হিসেবে সাধারন মানুষের খোঁজ খবর রেখে চলেছি। যতক্ষণ বেঁচে থাকবো তাদের জন্য কিছু করতে চেষ্টা করবো। এ সময় স্থানীয়দের অনূরোধ করে তিনি বলেন, যার যার মতো করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ভয় না পেয়ে স্বাস্থ্য বিধি মানুন।