চুনারুঘাট প্রতিনিধিঃ সরকার ও দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদকর্মী আব্দুর রাজ্জাক রাজু ও মোবাইল সামগ্রী বিক্রেতা উপজেলার হাড়াজুড়া গ্রামের আব্দুজ জাহিরকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
ওসি শেখ নাজমুল হক,তদন্ত ওসি চম্পক দাম,এসআই শহিদুল ও এসআই আজহার,মঙ্গলবার (৯ জুন) দিন ভর অভিযান চালিয়ে রাজুকে চুনারুঘাট সদর এবং জাহিরকে আহম্মাদাবাদ ইউপি’র গংগানগর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে যান।
রাজু এবং জাহিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন প্রনয় পাল নামের এক হিন্দু কমিউনিটি নেতা।
তদন্ত ওসি চম্পক দাম জানান, আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুজ জাহিরে বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হবার পর তাদেরকে আটক করা হয়।