মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্বপ্নের পদ্মা সেতুর ৩১তম স্প্যান বুধবার সকাল থেকেই বসানোর প্রক্রিয়া শুরু হয়। কাজের সুবিধার জন্য শিমুলিয়া – কাঠালবাড়ী নৌ চ্যানেলে ফেরি, লঞ্চ, স্পীডবোট, ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য- পদ্মাসেতুর কাজের সুবিধার জন্য বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ নৌরুটে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার জন্য বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ- কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পদ্মাসেতু কর্তৃপক্ষ। ৩১তম স্প্যানটিই জাজিরা প্রান্তের শেষ স্প্যান। এটি বসে গেলে মাওয়া প্রান্তে আর মাত্র ১০টি স্প্যান বসানো বাকি থাকবে।
এদিকে শিমুলিয়া ঘাট থেকে কোন ধরনের নৌযান ছেড়ে যাচ্ছেনা। ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহনগুলো চলাচলও বন্ধ রয়েছে। তবে পন্যবাহী দূরপাল্লার গাড়ীগুলো অপেক্ষায় রয়েছে পরাপারের । সন্ধ্যা ৭ টার পর পরই চালু হবে ফেরি চলাচল । এমনটাই জানিয়েছেন বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। #