নার্গিস আক্তার স্মৃতিঃ করোনা ভাইরাসে আক্রান্ত টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম। করোনা প্রতিরোধে জনসচেতনা বাড়ানোর জন্য তিনি দিন রাত নিরলস কাজ করেন। তিনি টঙ্গী পূর্ব থানার প্রতিটি মহল্লায় গিয়ে সাধারণ মানুষের পাশে বিভিন্ন সময় নানা ধরনের সহযোগিতা করেছেন। তিনি সচেতনামূলক উদ্যোগ নিয়ে প্রতিটি মহল্লায় গিয়ে মাইকিং করে জনগনের সচেতনতায় বিশেষ অবদান রেখেছেন। তিনি সাধারণ মানুষের জন্য মাস্ক, সেনিটাইজেশন, পিপিই ও ত্রাণ বিতরন করেন। টঙ্গী বাসীর সেবা নিশ্চিত করতে তিনি সহ টঙ্গী থানার পুলিশ বাহিনী তাহার নির্দেশে সব সময় সেবা দিয়ে যাচ্ছেন। তিনি এলাকা বাসীর পাশে থেকে করোনা প্রতিরোধে দিন রাত পরিশ্রম করে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় এলাকা বাসী সহ সাধারন জনগন দুঃখ প্রকাশ করেছেন। ওসি আমিনুল ইসলামের সুস্থতা কামনা করে তার জন্য এলাকা বাসী দোয়া করছেন বলে জানা যায়। তাহার সুস্থতা কামনা করে টঙ্গী থানা ছাত্রলীগ নেতা মোঃ আসাদ সিকদার বলেন, টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ আমিনুল ইসলাম একজন করোনা যোদ্ধা। তিনি করোনা প্রতিরোধ করার জন্য টঙ্গী প্রতিটি এলাকায় বিভিন্ন সচেতনা মুলক কর্মকান্ডে প্রশংসনীয় ভুমিকা রাখেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় টঙ্গী বাসী তাহার সুস্থতা কামনা করছে। তিনি খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন,ইনশাল্লাহ।আপনারা সবাই তাহার জন্য দোয়া করবেন। ওসি আমিনুল ইসলাম সুস্থ্য হয়ে ফিরে আসবেন এলাকা বাসী সেই প্রত্যাশায় পরিপূ্র্ণ আশাবাদী।