নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ থেকে জব্দকৃত প্রায় ৪৮ মেট্রিকটন সরকারি গম অবশেষে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শ্যামনগরের গাবুরা ইউনিয়নের দূর্গত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে । রবিবার (১৪ই জুন) সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বারের উপস্থিতিতে টাইগার যুব স্পোর্টিং ক্লাবেকে সাথে নিয়ে চাদনিমুখা ও নাপিতখালি এলাকার হত-দরিদ্র মানুষের মাঝে এই গম বিতরণ করা হয়।
গম বিতরণ কালে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বার বলেন, আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার ৬ টি ইউনিয়নের মানুষের মাঝে ১৪ কেজি করে এই গম বিতরণ করা হবে এমনই নির্দেশনা দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আমি সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। উক্ত গম বিতরনের সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা,ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
১৪/৬/২০