আফরোজা বেগম, রংপুর
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড,শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১১ টা ৪৫ মিনিটে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।
শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মৃত্যুতে গভীর শোক ও বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছেন। রংপুর -২( বদরগঞ্জ তারাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক।
তিনি বলেন, আওয়ামী লীগের দুই বর্ষিয়ান নেতাকে হারিয়ে আমরা অভিভাবক হারালাম। তাদের এই শূন্যতা পূরণ হওয়ার মতো নয়। তিনি মহান আল্লাহ তালার কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।
আল্লাহ যেন তাদেরকে জান্নাত বাসী করুন।