নার্গিস আক্তার স্মৃতিঃ সারা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ হয়ে স্তব্ধ হয়ে আছে। সারা বিশ্বের সাথে সাথে আমাদের বাংলাদেশে এর প্রভাব পড়ছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এমতাবস্থায় করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে লকডাউন চলছে। এই লকডাউনের কারনে সমস্যা পড়ে সাধারন খেটে খাওয়া অসহায় গরিব দুঃখী মানুষগুলো। অসহায় মানুষ গুলো পাশে দাড়িয়েছে বাংলাদেশ সরকার। সরকার থেকে নিয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপ। সেইসব সেবা ও সহযোগিতা ভোগ করছে সাধারণ মানুষ। সরকারের পাশাপাশি সাধারণ জনগনের পাশে দাড়িয়েছে সমাজের বিত্তশালী, সমাজসেবক,রাজনৈতিক নেতা কর্মীরা। তাহার স্ব স্ব স্থান থেকে বাড়িয়ে দিয়েছেন সাহায্য ও সহযোগিতার হাত, বিতরন করে যাচ্ছেন খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড সেনিট্রাইজেশন,পিপিই, হ্যান্ড গ্লোভস সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। সবার সাথে তাল মিলিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশংসনীয় ভুমিকা রাখেন গাজীপুর টঙ্গীর ছাত্রলীগ নেতা মোঃ আসাদ সিকদার । তিনি তার নিজ উদ্যোগে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে জীবনের ঝুকি নিয়ে সাহায্য সহযোগিতা করছেন। তিনি এই সংকটময় সময়ে গরিব অসহায় মানুষের মাঝে চাল,ডাল,তেল,আলু,পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরন করে সহযোগিতা করেছেন। রমজান মাসেও ইফতার বিতরন করে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সারা জীবন খেটে খাওয়া মানুষের কল্যানে কাজ করে গেছেন। আমি সেই অাদর্শে আদর্শিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এই করুন পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। সেই লক্ষ্যে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল, এমপির নির্দেশে আমরা টঙ্গীর সাধারন দুঃস্থ্য অসহায় গরিব দুঃখী মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকিবে।
এছাড়াও তিনি নিজ উদ্যোগে বিভিন্ন সচেতনা মুলক পোষ্টার,মাইকিং, সামাজিক কর্মকান্ডে প্রশংসনীয় ভুমিকা রাখেন,