শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের নলুয়ায় মাহিনুর বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠী বেড়িবাঁধের পাশে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। থানা থেকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন।
নিহতের স্বামী আল আমিন ফকির পেশায় একজন নিম্নআয়ের মানুষ। নিহত গৃহবধূ মাহিনুর গর্ভবতী ছিলেন। আল আমিনের সাথে মাহিনুরের এটি দ্বিতীয় বিবাহ। প্রথম ঘরে তার একটি সন্তান রয়েছে।
নলুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।গৃহবধূ মাহিনুর করোনায় আক্রান্ত হয়ে মারা পারেন এই ভয়ে এলাকার কেউ তার লাশের কাছে যায়নি।