স্টাফ রিপোর্টারঃ
১৫৬ ময়মনসিংহ ১১ ভালুকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এর মাতা বীর মুক্তিযোদ্ধা খাইরুন নেছা আফসার ও তাহার ছোট বোন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সহধর্মিনী রহিমা আফরোজ শেফালী করোনায় আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে ১৪ জুন রবিবার রাতে কোভিড-১৯ পজেটিভ এর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। তিনি ভালুকা সহ দেশবাসীর নিকট মা ও বোনের রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন। উপজেলায় ১৪ জুন ৬জন কোভিড-১৯ পজেটিভ সহ মোট ১৭৯ জন আক্রান্ত হয়েছেন, এ পর্যন্ত এক মিল শ্রমিকসহ ২ জন মৃত্যুবরণ করেন এবং ৮ জন সুস্থ্য হয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ রবিবার রাত সাড়ে ১০ ঘটিকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকে একটি ট্যাটাস দিয়ে ভালুকাবাসী সহ সকলের কাছে স্ত্রী ও শ্বাশুরির রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু বলেন, আমার মা ও বোন সহ করোনায় আক্রান্ত সকলের জন্য ভালুকা সহ দেশবাসীর কাছে দোয়া চাই।