মুন্সীগঞ্জ প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে আ”লীগের দু”গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় মধ্য রাত থেকে। সোমবার সকাল ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, সদর থানার ওসি আনিচুর রহমানসহ অর্ধ শতাধিক পুলিশ খাসকান্দি গ্রামে গিয়ে সংঘর্ষ জড়িতদের ধাওয়া করে।
এ সময় আহাম্মদ আলী,নজরুল গ্রুপের লোকজন পুলিশকে লক্ষ্য করে ১০/১৫ ককটেল নিক্ষেপ করে। পুলিশ আত্ন-রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা কৃষি জমিতে নেমে পড়ে। জমিতে পানি এবং বড় বড় ধইঞ্চা থাকায় পুলিশ তাদেকে পাকরাও করতে পারেনি। সেখান থেকেও পুশিকে লক্ষ করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ তারা। এ সময় স্থানীয়দের সহায়তায় ১৭ জন ককটেল নিক্ষেপকারীকে শনাক্ত করে পুলিশ।
হামলাকারীদের ফসলিহামলাকারীদের দেশীয় অস্ত্র, বালতি ভর্তি ককটেল নিয়ে ফসলি জমিতে অবস্থান করতে দেখা গেছে। তবে এ ঘটনায় পুলিশের কেউ হাতাহত হয়নি। এর আগে হামলাকারীরা ভোর রাত থেকে দুটি গ্রামের ৩০ টি বাড়ীতে ব্যাপক ভাংচুর ও ককটেল বিস্ফোরন ঘটায়।এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, নজরুল হাওলাদারের লোকজন পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ ফাঁক গুলি ছুড়লে পরিস্থিতি শান্ত হয়।#