নিজস্ব প্রতিবেদকঃ
সদ্যপ্রয়াত আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেয়ায় এবার সাতক্ষীরায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা। গতকাল রোববার রাতে কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন। মামলায় আসামি করা হয়েছে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান ওরফে মন্ময় মনিরকে। তিনি সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার মৃত অয়েজ উদ্দীনের ছেলে। তিনি সাতক্ষীরা সদরের আলীপুর সীমান্ত আদর্শ কলেজের প্রভাষকও।
এ ব্যাপারে বাদী সাগর হোসেন বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত শনিবার রাতে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন মন্ময় মনির। ফেসবুকে লেখাটি দেখে আমি মর্মাহত হয়েছি। তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আমি ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে তার এই আপত্তিকর ফেসবুক পোস্টের প্রতিবাদ করেছি। থানায় মামলা করেছি।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্ময় মনিরের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কলারোয়া থানার ওসি মুনীর উল ইসলাম গিয়াস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি আমলে নিয়ে মন্ময় মনির নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলা নম্বর ১১। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে প্রয়াত মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ায় অভিযোগে করা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়।