মোল্লা তানিয়া ইসলাম তমাঃ বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ঢাকা উত্তর সিটির ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা এবং আওয়ামী- যুবলীগের রাজনৈতিক মাঠের অন্যতম লড়াকু সৈনিক মোঃ তৈবুর রহমান । তিনি এক শোক বার্তায় বলেন , গণমানুষের নেতা মোহাম্মদ নাসিম পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আমাদের দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো । তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম এদেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
মোঃ তৈবুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।