নিজিস্ব প্রতিবেদকঃ
অর্থপাচারের মামলায়
যুবলীগ থেকে বহিষ্কৃত ও ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার খালেদ মাহমুদ ভূঁইয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল আদালত) জিয়াউর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে খালেদ মাহমুদকে উপস্থিত দেখানো হয়। এরপর আদালত রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা অর্থপাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক রাশেদুর রহমান এ আসামির সাত দিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
গত ৭ জুন রাতে মতিঝিল থানায় খালেদের বিরুদ্ধে অর্থপাচারের মামলা হয়। সিআইডি পুলিশের পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন, আইয়ুব রহমান, আবু ইউনুস ওরফে আবু হায়দার, দীন মজুমদার ও অজ্ঞাতনামা কয়েকজন