আফজাল হোসেন চাঁদ : চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বাজায় রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) পক্ষ থেকে ক্রেডিট ইউনিয়নের সদস্যভূক্ত ৪৫ জন সদস্যদের মাঝে পাঁচশত টাকা করোনা কালীন অর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।
গমবায় শক্তি, সমবায় মুক্তি এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে কাল্ব’র ঝিকরগাছা উপজেলার অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠানে ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) ‘গ’ অঞ্চলের ডিরেক্টর মোঃ আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন কালব’র জেলা ব্যবস্থাপক মোঃ শাহিনুল হাসান। এসময় উপস্থিত ছিলেন কালব’র ক্রেডিট ইউনিয়রের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি বিমল কুমার ঘোষ, সদস্য মাওলানা তালিমুল ইসলাম, সদস্য গাজী সফিকুর রহমান, সদস্য মোঃ ইসমাইল হোসেন ড্যানী, উপজেলা ব্যবস্থাপক পলাশ কুমার কর ও উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ আক্তারুজ্জামান প্রমূখ।