রিপন মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে রেডজোন হিসেবে ২১ দিনের লকডাউনের ৪র্থ দিনে তৎপর রয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিনব্যাপি অভিযানে লকডাউন অমান্য করে দোকান খুলে রাখা ও জনসমাগম করায় বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জড়িমানা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের নেতৃত্বে, সহকারী কমিশনার আফিফা খান এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জড়িমানা করেন। অভিযানকালে পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের পাশে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও গোয়ালপাড়া এলাকার মূদি দোকানী রাবেয়াকে এক হাজার টাকা, সুরুজ্জামানকে এক হাজার টাজা দক্ষিণবাগ এলাকার শামসুন্নাহারকে ৫ শত টাকা, টান মুশুরীর দুলাল মিয়াকে ৫ শত টাকাসহ ৩ হাজার টাকা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান।